হোম / আন্তর্জাতিক
আন্তর্জাতিক

শিরোনাম: অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল অস্ট্রেলিয়া, নেতৃত্বে অলিভার পিক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ অপরাহ্ণ পড়া হয়েছে: ১২৮৪৬ বার

নিউজ ডেস্কঃ

২০২৬ সালে নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে নেতৃত্ব দেবেন তরুণ ব্যাটার অলিভার পিক, যিনি ইতোমধ্যে যুব দলে অভিজ্ঞতার পাশাপাশি অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে খেলেছেন। ডেভেলপমেন্ট প্লেয়ার হিসেবে টেস্ট স্কোয়াডের সঙ্গে শ্রীলঙ্কা সফরেও ছিলেন তিনি। ২০২৪ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার সবচেয়ে কম বয়সী সদস্য ছিলেন পিক। আসন্ন বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের হয়েও খেলবেন তিনি।

এবারের স্কোয়াডে জায়গা পেয়েছে তিন নতুন মুখ—নাডেন কুরে, নিথেশ স্যামুয়েল ও উইলিয়াম টেইলর। দলটির কোচিং দায়িত্বে থাকছেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধান কোচ টিম নিলসেন। তাকে সহায়তা করবেন লুক বাটারওর্থ ও ট্রাভিস ডিন।

চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে তিন ম্যাচের যুব ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া ৩–০ ব্যবধানে হেরে যায়। বিশ্বকাপের প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হবে আয়ারল্যান্ড, জাপান ও শ্রীলঙ্কা।

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ দল:
অলিভার পিক (অধিনায়ক), কেইসি বার্টন, নাডেন কুরে, জেডেন ড্রেপার, বেন গর্ডন, স্টিভেন হোগান, থমাস হোগান, জন জেমস, চার্লস লাখমুন্ড, উইল মালাইচজুক, নিথেশ স্যামুয়েল, হেইডেন শিলার, আরিয়ান শর্মা, উইলিয়াম টেইলর, অ্যালেক্স লি ইয়ং।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!