হোম / অপরাধ
অপরাধ

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার ও ভারতীয় প্রভাবমুক্ত বাংলাদেশের দাবিতে আজ ইনকিলাব মঞ্চের অবরোধ

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ অপরাহ্ণ পড়া হয়েছে: ২০১৮ বার


নিজস্ব প্রতিবেদকঃ
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার এবং বাংলাদেশকে ভারতের প্রভাবমুক্ত করার দাবিতে ইনকিলাব মঞ্চের ডাকে আজ রোববার (২৮ ডিসেম্বর) দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। বেলা ২টা থেকে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে এ অবরোধ শুরু হওয়ার কথা রয়েছে।
সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এক অবস্থান কর্মসূচিতে এই অবরোধের ঘোষণা দেন। তিনি বলেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিদেশি প্রভাবের বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই এ কর্মসূচি পালন করা হচ্ছে।
এদিকে ইনকিলাব মঞ্চ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানায়, শনিবার রাতের বাকি সময়ের জন্য অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে শাহবাগ এলাকায় রাতে কেউ অবস্থান করতে পারবে না বলেও জানানো হয়। তবে পূর্বঘোষণা অনুযায়ী রোববার দুপুর ২টা থেকে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
অবরোধ কর্মসূচিকে ঘিরে রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে বাড়তি সতর্কতা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় নজরদারি জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ইনকিলাব মঞ্চের নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!