লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে ৪ থেকে ৫টি বড় আকারের চিতাবাঘ প্রবেশ করেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার জগতবেড় ইউনিয়নের নাজিরগোমানী ও গুরুপাড়া সীমান্তে ৬৮ থেকে ৭০ নম্বর পিলারের কাছ দিয়ে চিতাবাঘগুলো বাংলাদেশে ঢুকে পড়ে।
ঘটনাটি নিশ্চিত করেছেন ৬১ বিজিবির নাজিরগোমানী বিওপি ক্যাম্প কমান্ডার। তিনি জানান, সীমান্তবর্তী এলাকায় বসবাসরত সাধারণ মানুষকে সতর্কতার সঙ্গে চলাচলের জন্য মাইকিংসহ বিভিন্নভাবে সতর্ক করা হচ্ছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে সীমান্তের কাঁটাতারের বেড়া টপকে চিতাবাঘগুলো বাংলাদেশে প্রবেশ করে। পরে স্থানীয়রা বিভিন্ন স্থানে চিতাবাঘের পায়ের ছাপ দেখতে পান। কেউ কেউ এসব চিহ্ন মোবাইল ফোনে ধারণও করেছেন।
সীমান্ত এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন সুমন জানান, রাত আনুমানিক ১১টার দিকে তিনি বিষয়টি জানতে পারেন। তার ভাষায়, “বাঘ বাংলাদেশে ঢুকে পড়ার খবরে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মানুষ রাতে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে।”
তিনি আরও জানান, অতীতেও জগতবেড় ইউনিয়নে চিতাবাঘ প্রবেশের ঘটনা ঘটেছিল। সে সময় একটি চিতাবাঘ গ্রামবাসীর হাতে নিহত হয় এবং অপর একটি ঘটনায় বাঘের আক্রমণে পাটগ্রামের আবু বক্করসহ অন্তত চারজন আহত হন। সেই অভিজ্ঞতার কারণে এবার আরও বেশি সতর্কতা অবলম্বনের প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
এ ঘটনায় বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের দাবি জানিয়েছেন এলাকাবাসী, যাতে চিতাবাঘগুলো দ্রুত নিরাপদে বনে ফেরত পাঠানো যায় এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
আন্তর্জাতিক
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ৪–৫টি চিতাবাঘ, গ্রামজুড়ে আতঙ্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৪৬৩৮ বার
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ৪–৫টি চিতাবাঘ, গ্রামজুড়ে আতঙ্ক
বিজ্ঞাপন

Leave a Reply