খুলনা প্রতিনিধি :
খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুল রাশেদ ওরফে বিকুল (স্থানীয়ভাবে বাছেদ বিকুল নামে পরিচিত) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বিকুল বাগমারা এলাকার আব্দুল আওয়ালের ছেলে।
এলাকাবাসী জানান, গভীর রাতে হঠাৎ একাধিক গুলির শব্দ শোনা গেলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কদমতলা বালুর মাঠ এলাকায় গিয়ে তারা বিকুলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌণে ২টার দিকে তিনি মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে বিকুলকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পুলিশ সূত্রে প্রাথমিকভাবে দাবি করা হয়েছে, নিহত বিকুল খুলনার একটি কুখ্যাত সন্ত্রাসী গ্রুপের সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তবে বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতাল এলাকায় উপস্থিত হয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরাধ
রূপসা বাগমারায় গুলিতে যুবক নিহত, গভীর রাতে এলাকায় আতঙ্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ১৩৫ বার
বিজ্ঞাপন

Leave a Reply