নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মঞ্জুর এলাহীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (তারিখ উল্লেখযোগ্য হলে যুক্ত করা যাবে) দুপুরে মির্জাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে চেয়ারম্যান মঞ্জুর এলাহীকে আটক করে। পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে সংশ্লিষ্ট থানায় নিয়ে যাওয়া হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, মঞ্জুর এলাহীর বিরুদ্ধে এক বা একাধিক মামলার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে থানায় হস্তান্তর করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে মামলার সুনির্দিষ্ট অভিযোগ বা বিস্তারিত সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এ ঘটনায় ইউনিয়ন পরিষদ এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা শুরু হয়।
অপরাধ
রায়পুরায় আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২৩৫৭৫ বার
বিজ্ঞাপন

Leave a Reply