ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভায় সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ষড়জ শিল্পী গোষ্ঠী-এর উদ্যোগে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকাল ৩টা সময় সংগঠনটির নিজ কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শীতার্ত বৃদ্ধ, নারী ও পথচারীসহ মোট ২৫টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং দিলারা বেগমের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। ষড়জ শিল্পী গোষ্ঠীর নিজস্ব অর্থায়নে এবং উজ্জ্বল বসাকের সহযোগিতায় এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। তীব্র শীতের মধ্যে যেন কেউ কষ্ট না পায়, সে উদ্দেশ্যেই এই ক্ষুদ্র প্রয়াস নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, এই তীব্র শীতে কম্বল তাদের জন্য বড় সহায়তা হয়ে এসেছে। এ জন্য তারা ষড়জ শিল্পী গোষ্ঠীর প্রতি কৃতজ্ঞতা জানান।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় সচেতন মহল বলেন, এ ধরনের মানবিক কাজ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং অন্যদেরও সহায়তার কাজে উদ্বুদ্ধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. শাহাজাহান আলী, ষড়জ শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মো. সেলিম উল্লাহ, প্রচার সম্পাদক মো. তহিদুল ইসলাম এবং বাংলাদেশ বেতারের কবি, গীতিকার ও সুরকার মো. আনোয়ারুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ষড়জ শিল্পী গোষ্ঠীর সিনিয়র শিল্পী বিমান বসাক, কবিনাথসহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ।
ঠাকুরগাঁও
রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে শীতার্ত সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৯৫ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
12 minutes আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
17 minutes আগে

Leave a Reply