হোম / জাতীয়
জাতীয়

রাজশাহী-১: ধানের শীষ প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মনোনয়নপত্র জমা দিলেন হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩০ অপরাহ্ণ পড়া হয়েছে: ৩৪৫ বার

রাজশাহী প্রতিনিধিঃ
আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন।
বিএনপি ৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে তাকে এই আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। ঘোষণার পর থেকে গোদাগাড়ী ও তানোর অঞ্চলে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। রোববার (২৮ ডিসেম্বর) মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনের নেতৃত্বে হাজারো নেতা-কর্মী একটি বিশাল মিছিলের মাধ্যমে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পৌঁছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নির্বাচিত হলে আমি ঘোষিত ইশতেহারের ভিত্তিতে গোদাগাড়ী–তানোর এলাকার উন্নয়ন নিশ্চিত করব। গোদাগাড়ী–তানোর মূলত কৃষিনির্ভর এলাকা, তাই এখানে কৃষিভিত্তিক শিল্প ও কারখানা গড়ে তুলতে চাই, যা কৃষকের আয় বাড়াবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে। জনগণের জীবনমান উন্নয়নে যা করা প্রয়োজন, তা করব।”
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সদর উদ্দীন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস সালাম শাওয়াল, জেলা বিএনপির সদস্য মিজান, তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ ও রেজা, গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র মো. আনারুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আব্দুল মালেক, কাকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল সরকার ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা-কর্মী।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!