হোম / অপরাধ
অপরাধ

রাজশাহীতে পুকুর খনন বিরোধে যুবক হত্যাকাণ্ড: এজাহারনামীয় আসামি বিপ্লব গ্রেফতার

প্রকাশ: ১ জানুয়ারি ২০২৬, ১১:১২ অপরাহ্ণ পড়া হয়েছে: ৫২ বার


রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুর উপজেলায় ফসলি জমিতে জোরপূর্বক পুকুর খননকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর যুবক হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারনামীয় ৫ নম্বর আসামি বিপ্লব হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-৫, রাজশাহী এবং র‍্যাব-১০, ফরিদপুরের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
র‍্যাব জানায়, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ দখল, অপহরণ ও অবৈধ অস্ত্র সংক্রান্ত অপরাধ দমনে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব সক্রিয়ভাবে কাজ করে আসছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবেই এই গ্রেফতার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আহমেদ জুবায়ের (২২) মোহনপুর উপজেলার বড় পালসা গ্রামের কৃষক রফিকুল ইসলাম (৫৮)-এর ছেলে। গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখ রাতে স্থানীয় একটি মসজিদের মাইকে ফসলি জমিতে জোরপূর্বক পুকুর খননের ঘোষণা দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে রফিকুল ইসলাম তার ছেলে আহমেদ জুবায়েরকে সঙ্গে নিয়ে নিজ জমিতে যান।
রাত আনুমানিক পৌনে ৯টার দিকে তারা মোহনপুর থানাধীন পালশা পূর্ব বিলে গিয়ে দেখতে পান, কয়েকজন ব্যক্তি ভেকু মেশিন দিয়ে তাদের জমিসহ আশপাশের জমিতে পুকুর খনন করছে। পুকুর খননের কারণ জানতে চাইলে অভিযুক্তরা কোনো উত্তর না দিয়ে কাজ চালিয়ে যেতে থাকে। এ সময় আহমেদ জুবায়ের বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে অভিযুক্তরা ভেকু মেশিন ব্যবহার করে তাকে গুরুতর আহত করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন নিহতের পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে মোহনপুর থানায় ৭ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি থানার মামলা নং-১১, তারিখ ১৮ ডিসেম্বর ২০২৫, ধারাঃ ৩০২/১১৪/১, দণ্ডবিধি ১৮৬০।
ঘটনার গুরুত্ব বিবেচনায় র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ১ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন ওয়াপদা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাবের যৌথ আভিযানিক দল। অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় ৫ নম্বর আসামি বিপ্লব হোসেন (৫২) কে গ্রেফতার করা হয়।
র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাজশাহীর মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!