নিউজ ডেস্কঃ
রাজধানীর গ্রিন রোড এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে পান্থপথের গ্রিন রোড এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্বৃত্তরা হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন এবং বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন, তবে তিনি বেঁচে আছেন।
গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত মুসাব্বিরকে দ্রুত পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের এডিসি ফজলু।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলার কারণ ও জড়িতদের শনাক্তের জন্য তদন্ত শুরু করেছে। পুলিশের বরাতে জানানো হয়েছে, নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
অপরাধ
রাজধানীতে স্বেচ্ছাসেবক নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা
প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৭১৬ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অন্যায়কারীদের ধরুন, মুখ ঢেকে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই: পুলিশকে রিজভীর আহ্বান
3 hours আগে
গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’—কোনো পক্ষে অবস্থান নিতে পারবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা: ইসিমন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানোর সিদ্ধান্ত
3 hours আগে

Leave a Reply