চট্টগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগিশিক) রাউজান উপজেলা সংসদের উদ্যোগে বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা–২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে একযোগে রাউজান উপজেলার নির্ধারিত বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়।
এ পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিপুল সংখ্যক শিশু-কিশোর শিক্ষার্থী অংশগ্রহণ করে। সিলেবাসভিত্তিক এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গীতা শিক্ষা, নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধ চর্চার আগ্রহ লক্ষ করা যায়।
পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগিশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক ত্রিদীপ কুমার সাহা, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সুব্রত কুমার নাথ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সঞ্জয় চৌধুরী ও প্রিয়ম দে। এছাড়াও উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বাগিশিকের উপদেষ্টা ও বিশিষ্ট গীতাপাঠক, ভাগবতীয় বক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতানুধ্যায়ী ডাঃ সুপণ বিশ্বাস (শঙ্করেশ), সভাপতি বিটু কান্তি দে, সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত, সিনিয়র সভাপতি শেখর ঘোষ (আপন), গীতা প্রশিক্ষক বটন দেবনাথসহ উপজেলা সংসদের বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা সম্পাদক শিক্ষিকা কৃষ্ণা মহাজন, অর্থ সম্পাদক ভোমর দাশ, যুগ্ম সম্পাদক শ্রীমান দাশ (শুভ), সাংগঠনিক সম্পাদক অর্পন মহাজন (রিপু), সহ সাংগঠনিক সম্পাদক হিমাদ্রী পাল (ইমন), দপ্তর সম্পাদক হৃদয় চক্রবর্ত্তী, শিক্ষা বিষয়ক সম্পাদক শিক্ষক শয়ন দে, সমাজকল্যাণ সম্পাদক প্রিন্স চৌধুরী (শুভ), শিক্ষক রনজিত দেব, বাপ্পু বর্মন, নির্বাহী সদস্য ও গীতা প্রশিক্ষক রাখাশ সরকার, গীতা প্রশিক্ষক টিটু দত্ত, পিন্টু দাশ, শুভ ধর, প্রদীপ্ত তালুকদার, অন্তু চৌধুরীসহ বাগিশিকের অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা সংসদ সূত্রে জানা যায়, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পূর্ব থেকেই সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় আয়োজক কর্তৃপক্ষ শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরীক্ষা আয়োজন কমিটির পক্ষ থেকে জানানো হয়, গীতার আলোকে নৈতিকতা, মানবিকতা ও সাংস্কৃতিক মূল্যবোধ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। এ পরীক্ষার মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে ধর্মীয় শিক্ষা, নৈতিক চর্চা ও ঐতিহ্যবোধ আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, রাউজান উপজেলার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় এবং রাউজান চাইল্ড স্কুল—এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় ও নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ করে পরীক্ষা সম্পন্ন হওয়ায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন।
কুড়িগ্রাম
রাউজানে বাগিশিকের বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০১:৩১ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১৩ বার
বিজ্ঞাপন

Leave a Reply