খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন রক্তরেখা ব্লাড ব্যাংকের উদ্যোগে অর্ধ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের হাতে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সুজন চন্দ্র রায়, সহ-সভাপতি মো. আরিফ হোসেন, খানসামা উপজেলা শাখা কমিটির সভাপতি মো. রকি ইসলাম, দপ্তর সম্পাদক মো. সোহেল রানা, নীলফামারী শাখা কমিটির সভাপতি মো. নিশাদ ইসলাম, প্রচার সম্পাদক নয়ন ইসলাম ও কোষাধ্যক্ষ অর্জুন রায়। কর্মসূচিতে সহযোগী হিসেবে অংশ নেন খানসামা বাইকার ক্লাবের রেজাউল করিম বাদল।
শীতবস্ত্র বিতরণ শেষে বক্তারা বলেন, সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে শীতার্ত ও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। রক্তরেখা ব্লাড ব্যাংক শুরু থেকেই রক্তদান কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও এ এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


Leave a Reply