ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের কৃতি শিক্ষার্থী জনাব সাদিয়া খানম শেফা রংপুর মেডিকেল কলেজে ভর্তি হয়ে এলাকায় গর্বের সৃষ্টি করেছেন। তিনি জয়মনিরহাট ইউনিয়নের আব্দুল বারেকের কন্যা।
কৃতি এই শিক্ষার্থীর চিকিৎসা শিক্ষায় প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাৎ হোসেন আনুষ্ঠানিকভাবে এ সহায়তা প্রদান করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এমন সহায়তা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষায় এগিয়ে আসবে এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, সরকারি পর্যায়ে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মনোবল বাড়ানোর পাশাপাশি সমাজে শিক্ষার প্রতি ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে।
কুড়িগ্রাম
রংপুর মেডিকেল কলেজে ভর্তিতে কৃতি শিক্ষার্থী শেফা, উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৫২ বার
রংপুর মেডিকেল কলেজে ভর্তিতে কৃতি শিক্ষার্থী শেফা, উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা
বিজ্ঞাপন

Leave a Reply