সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
যমুনা নদীর চরে ঘোড়া জবাই করে গোপনে মাংস পরিবহনের মাধ্যমে ঢাকায় নেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে একজনকে আটক করে জরিমানা করা হয়েছে।
আজ সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে কাজিপুর উপজেলার মেঘাই ২য় ঘাট এলাকার যমুনা নদীর তীরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘোড়ার মাংস পরিবহনের সঙ্গে জড়িত জাইদুল (পিতা: মোয়াজ্জেম হোসেন), গ্রাম বাগবাড়ি, থানা গাবতলী, জেলা বগুড়াকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১–এর ২৪(১) ধারায় জাইদুলকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে মাংস পরিবহনে ব্যবহৃত গাড়ির চালক মো. তারেক (পিতা: মৃত আবু), গ্রাম পেয়ারাবাগান, থানা কোনাবাড়ি, জেলা গাজীপুরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং অবৈধ পশু জবাই ও মাংস পরিবহন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
অভিযান শেষে জব্দকৃত ঘোড়ার মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয় বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
অপরাধ
যমুনার চরে ঘোড়া জবাই করে মাংস পরিবহন: কাজিপুরে মোবাইল কোর্টে জরিমানা
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:২১ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১২৭৪৪ বার
বিজ্ঞাপন

Leave a Reply