নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা ফুটবল মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্মিলিত কুচকাওয়াজ, সালাম বিনিময় ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এছাড়া উপজেলা প্রশাসনের হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রভাষক রেজাউল করিম রেজার উপস্থাপনায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন জাহান লুনার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হিল জামান, বীর মুক্তিযোদ্ধাগণ, সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জেসি, মৎস্য কর্মকর্তা সাহাদত হোসেন, কৃষিবিদ শাহরিয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুতফর রহমান, এনসিপি প্রতিনিধি, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, প্রশান স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিন বিএনপি, এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ভাওয়াইয়া একাডেমীর পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করা হয়।
সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে নাগেশ্বরীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

Leave a Reply