হোম / খেলাধুলা
খেলাধুলা

মেসি–শাহরুখের ঐতিহাসিক মিলন, কলকাতায় উচ্ছ্বাসে রূপ নিল বিশৃঙ্খলায়

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৮৬৭৭ বার

নিউজ ডেস্কঃ

১৪ বছর পর ভারতের মাটিতে পা রেখেছেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটায় কলকাতায় পৌঁছানোর মধ্য দিয়ে শুরু হয় বহুল আলোচিত ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’। তবে সফরের শুরুতেই উচ্ছ্বাসের পাশাপাশি বিশৃঙ্খলার ছবিও সামনে এসেছে।

কলকাতায় পৌঁছেই আলোচনার কেন্দ্রে উঠে আসে মেসি ও বলিউড কিং শাহরুখ খানের সাক্ষাৎ। একটি অনুষ্ঠানে দুই ভিন্ন জগতের এই দুই মহাতারকার উষ্ণ শুভেচ্ছা বিনিময়ের মুহূর্ত দ্রুতই ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন উরুগুয়ের তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ এবং আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল।

ভারত সফরের অংশ হিসেবে কলকাতা ছাড়াও হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি সফরের কথা রয়েছে আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারের। সফরের প্রথম দিন শনিবার (১৩ ডিসেম্বর) সকালে কলকাতার সল্ট লেকের যুব ভারতী স্টেডিয়ামে হাজির হন মেসি। তাকে এক নজর দেখার আশায় সকাল থেকেই স্টেডিয়ামের গ্যালারিতে ভিড় করেন হাজারো ভক্ত।

সকাল সাড়ে ১১টার দিকে মেসির গাড়ি স্টেডিয়ামে প্রবেশ করলেও শুরু থেকেই চরম অব্যবস্থাপনার অভিযোগ ওঠে। গাড়ি থেকে নামার পরপরই অনিয়ন্ত্রিত ভিড়ে ঘিরে ধরা হয় মেসিকে। ফলে প্রায় ২০ মিনিট গ্যালারি থেকে তাকে দেখা যায়নি। পরিস্থিতি বিবেচনায় ১১টা ৫২ মিনিটে আচমকা স্টেডিয়াম ছাড়তে বাধ্য হন তিনি।

এতেই ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। চড়া দামে টিকিট কেটে মাঠে এসেও মেসিকে দেখতে না পেয়ে উত্তেজিত ভক্তরা গ্যালারির হোর্ডিং ভাঙচুর করেন, চেয়ার ভেঙে মাঠে ছুড়ে মারেন। এক পর্যায়ে পুলিশের নিয়ন্ত্রণও ভেঙে পড়ে। ফেন্সিংয়ের গেট ভেঙে বহু সমর্থক মাঠে ঢুকে পড়লে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

সব মিলিয়ে, শাহরুখ–মেসির ঐতিহাসিক সাক্ষাতে আনন্দের রেশ থাকলেও কলকাতায় অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলায় ম্লান হয়ে যায় ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-এর প্রথম দিনের প্রত্যাশা।


বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!