হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

মেডিকেল ভর্তি পরীক্ষায় ব্যর্থতার হতাশা:নাগেশ্বরীর মেধাবী শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৬ অপরাহ্ণ পড়া হয়েছে: ৭৮৭ বার
মেডিকেল ভর্তি পরীক্ষায় ব্যর্থতার হতাশা:নাগেশ্বরীর মেধাবী শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রত্যাশিত ফল না পাওয়ার হতাশায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার এক মেধাবী শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম নীরব। তিনি নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চিলমারী এলাকার বাসিন্দা এবং শিক্ষক দম্পতির সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর শহরের একটি ছাত্রবাস থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে গিয়ে নীরব বিদ্যুতের একটি খুঁটিতে ওঠেন। পরে সেখানে ঘটে যাওয়া দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নীরবের বাবা-মা দুজনেই শিক্ষক। একমাত্র সন্তানের এমন অকাল প্রয়াণে পরিবারে নেমে এসেছে গভীর শোক। ছেলের মৃত্যুর খবরে বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েন বলে স্বজনরা জানান।

নীরব ছিলেন অত্যন্ত মেধাবী ও ভদ্র স্বভাবের শিক্ষার্থী। মেডিকেল ভর্তি পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে সহপাঠীদের ধারণা। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়স্বজন, সহপাঠী ও স্থানীয়রা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

এ ঘটনায় সমাজের বিভিন্ন মহল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও পরামর্শমূলক সহায়তা জোরদারের আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!