মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের হামলায় সিয়াম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আবদুল আল মাহমুদ নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার সুবিদখালী সরকারি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত অবস্থায় সিয়াম ও তার খালাতো ভাই আবদুল আল মাহমুদকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। আহত আবদুল আল মাহমুদের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত সিয়াম পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের মো. জুয়েল তালুকদারের ছেলে। আহত আবদুল আল মাহমুদ মির্জাগঞ্জ উপজেলার বাদল হাওলাদারের ছেলে। সম্পর্কে তারা দুজন খালাতো ভাই।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সিয়াম মির্জাগঞ্জে তার খালুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। ঘটনার দিন বিকেলে তিনি ও তার খালাতো ভাই সুবিদখালী সরকারি কলেজ এলাকায় ঘুরতে গেলে সেখানে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে পুলিশ জানিয়েছে, মামলা হলে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরাধ
মির্জাগঞ্জে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত, আহত ১
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:১১ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৪৬১ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
2 hours আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
3 hours আগে

Leave a Reply