হোম / আন্তর্জাতিক
আন্তর্জাতিক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী রসমাহ মানসুরের খালাস বহাল—রাষ্ট্রপক্ষের আপিল খারিজ

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ অপরাহ্ণ পড়া হয়েছে: ৩৮৭৭ বার

নিউজ ডেস্কঃ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রসমাহ মানসুরের বিরুদ্ধে মানি লন্ডারিং ও কর ফাঁকির মামলায় তার খালাস বহাল থাকছে। রাষ্ট্রপক্ষ জানায়, অভিযোগ প্রমাণের মতো পর্যাপ্ত উপাদান না থাকায় তারা আপিল থেকে সরে দাঁড়িয়েছে।

২০১৮ সাল থেকে নাজিব রাজাক ও রসমাহ ১এমডিবি দুর্নীতি কেলেঙ্কারি–সম্পর্কিত একাধিক তদন্তের মুখোমুখি হয়ে আসছেন। দু’জনই সব অভিযোগ অস্বীকার করেছেন।

২০২৪ সালের ডিসেম্বরে কুয়ালালামপুর হাই কোর্ট ১২টি মানি লন্ডারিং ও ৫টি কর ফাঁকির অভিযোগ থেকে রসমাহকে খালাস দেন। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলেও মঙ্গলবার সেই আবেদন প্রত্যাহার করে নেয়। অ্যাটর্নি জেনারেলের চেম্বারস (AGC) জানায়, মামলার গুরুত্বপূর্ণ কয়েকজন সাক্ষীর মৃত্যু হওয়ায় অভিযোগ “যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে” প্রমাণ করা সম্ভব নয়।

রসমাহর আইনজীবী আমির হামজাহ আরশাদ বলেন, আপিল প্রত্যাহারের সিদ্ধান্তকে তারা স্বাগত জানাচ্ছেন। তিনি উল্লেখ করেন, রসমাহ শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।

AGC আরও জানায়, এই সিদ্ধান্ত রসমাহর বিরুদ্ধে চলমান অন্যান্য মামলার ওপর কোনো প্রভাব ফেলবে না।

উল্লেখ্য, ২০২২ সালের এক মামলায় নাজিব সরকারের সময় ২৭৯ মিলিয়ন মার্কিন ডলারের সৌর বিদ্যুৎ প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগে রসমাহ ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। সেই মামলার রায় এখনো আপিলাধীন এবং তিনি জামিনে রয়েছেন।

রসমাহকে ঘিরে আদালতের এ সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন নাজিব রাজাকের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ দুটি রায় ঘোষণার অপেক্ষা চলছে। দুর্নীতি ও মানি লন্ডারিং মামলায় নাজিব বর্তমানে ছয় বছরের সাজা কাটাচ্ছেন। আগামী ২২ ডিসেম্বর আদালত সিদ্ধান্ত দেবে তিনি কারাগারের বদলে বাসায় থেকেই সাজা ভোগ করতে পারবেন কি না। আর ২৬ ডিসেম্বর ঘোষিত হবে ১এমডিবি–সম্পর্কিত সবচেয়ে বড় মামলার রায়।

১এমডিবি কেলেঙ্কারিতে বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে নাজিবের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার কিছু ইতোমধ্যে বাতিল করা হয়েছে। তবে তিনি বরাবরই সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!