মানিকগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ জেলার তিনটি আসনের মধ্যে ঐতিহ্যবাহী সদর আসন হিসেবে পরিচিত মানিকগঞ্জ-৩ আসনটি ঘিরে ভোটের মাঠে উত্তাপ বাড়ছে। এ আসন থেকে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
গত ৫ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চারজন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল ঘোষণা করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা হলেন— বিএনপির দলীয় বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোঃ আতাউর রহমান আতা, এবি পার্টির মোঃ রফিকুল ইসলাম জনি, স্বতন্ত্র প্রার্থী হোসেন এবং ড. রফিকুল ইসলাম খান।
অন্যদিকে যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম (রিতা), বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ দেলোয়ার হোসাইন, জেপির আবুল বাশার বাদশা, বাংলাদেশ জাসদের মোঃ শাহজাহান আলী, স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল, বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ সাঈদ নূর, জাতীয় পার্টির মোয়াজ্জেম হোসেন খান মজলস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শামসুদ্দিন।
বিভিন্ন রাজনৈতিক সূত্র ও স্থানীয় পর্যবেক্ষকদের তথ্যানুযায়ী, এ আসনে মূলত বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীর মধ্যে দ্বিমুখী ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। নির্বাচনি প্রচারণা শুরু হলে এই প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সব মিলিয়ে মানিকগঞ্জ-৩ আসনে এবারের নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে, যা নির্বাচনের দিন উত্তেজনাপূর্ণ ফলাফলের ইঙ্গিত দিচ্ছে।
কুড়িগ্রাম
মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১২:২২ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ২১২ বার
বিজ্ঞাপন

Leave a Reply