মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বিএসটিআইয়ের অনুমোদনহীন সাবান, শ্যাম্পু, ক্রিম ও হেয়ার অয়েল বিক্রির অপরাধে এক কসমেটিকস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার নয়াকান্দি বাজারে অবস্থিত “রাজ ইউনিক কসমেটিক্স” নামের একটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দোকানে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন বিভিন্ন প্রসাধনী সামগ্রী বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ সময় প্রতিষ্ঠানের মালিক আব্দুর রশিদ দোষ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।
শিবালয় থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে ভেজাল ও অনুমোদনহীন পণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অপরাধ
মানিকগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান: অনুমোদনহীন কসমেটিকস বিক্রিতে ৫০ হাজার টাকা জরিমানা
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৩৮০ বার
বিজ্ঞাপন

Leave a Reply