মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের ছিদ্দিকনগরে শুরু হয়েছে তিন দিনব্যাপী তালিমে বিশ্ব ইজতেমা। বুধবার (২৪ ডিসেম্বর) বাদ জোহর আনুষ্ঠানিকভাবে ইজতেমার উদ্বোধন করেন মানিকগঞ্জ দরবার শরিফের প্রধান খলিফা আলহাজ্ব হযরত মুফতি ডক্টর মাওলানা মুহাম্মাদ মনজুরুল ইসলাম ছিদ্দিকী (দাঃ বাঃ)।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, দরবার শরিফের উদ্যোগে তালিমে জিকিরের সার্বিক তত্ত্বাবধানে এ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। আগামী শনিবার (২৭ ডিসেম্বর) সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি ঘটবে। ইজতেমা উপলক্ষে প্রায় ১০ একর জমির ওপর বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে।
ইজতেমায় দেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও ভারত, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর থেকে আগত মুসল্লিরা অংশগ্রহণ করছেন। এবারের ইজতেমায় আল্লাহর সান্নিধ্য অর্জন, ইসলাম ও অন্যান্য ধর্ম বিষয়ে আলোচনা, ইল্মে শরীয়ত ও ইল্মে মা’রিফাতের বয়ান, তা’লিমে জিকির, কুরআন শরিফ ও নামাজ শিক্ষা, তাফসিরুল কুরআন, দারসে হাদিস, ত্বাহারত, ইসলামী গজল এবং সুন্নাতের ওপর ইসলামী জীবনব্যবস্থার ব্যবহারিক শিক্ষা প্রদান করা হচ্ছে।
আয়োজকরা জানান, ইজতেমার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো চিশিআতয়া ছাবিরিয়া তরীক্বার ২১টি ছবকের মাধ্যমে আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক সাধনায় অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধ করা।
ঢাকা থেকে ইজতেমায় অংশ নিতে মঙ্গলবার রাতে ছিদ্দিকনগরে আসেন আব্দুল রাজ্জাক। তিনি বলেন, “ইজতেমায় যোগ দেওয়ার জন্য আমি মঙ্গলবার রাতে এসেছি। আখেরি মোনাজাত শেষে শনিবার ফিরে যাবো।”
এদিকে টাঙ্গাইল থেকে ২৪ জনের একটি দল নিয়ে ইজতেমায় যোগ দেন হারুনার রশিদ। তিনি বলেন, “আমরা সবাই এখানে এসেছি আমাদের হুজুরের দুনিয়া ও আখিরাত বিষয়ক বয়ান শোনার জন্য।”
উল্লেখ্য, ছিদ্দিকনগরে প্রথমবারের মতো ২০১০ সালে এই ইজতেমা শুরু হয়। এক বছর একই স্থানে দুই দফা ইজতেমাও অনুষ্ঠিত হয়। এ বছর ১৬তম বারের মতো আনুষ্ঠানিকভাবে ইজতেমার আয়োজন করা হয়েছে। আয়োজক কমিটি আশা করছে, এবছর প্রায় ১০ লাখ মানুষের সমাগম হবে।
মানিকগঞ্জ
মানিকগঞ্জের ছিদ্দিকনগরে তিন দিনব্যাপী তালিমে বিশ্ব ইজতেমা শুরু, প্রত্যাশা দশ লাখ মুসল্লির সমাগম
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০২:১২ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৭৪৫২ বার
বিজ্ঞাপন

Leave a Reply