হোম / জাতীয়
জাতীয়

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:১৭ অপরাহ্ণ পড়া হয়েছে: ২৩৫৭৮ বার

নিজস্ব প্রতিবেদকঃ

মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবার পদচারণায় মুখর হয়ে উঠেছে জাতীয় স্মৃতিসৌধ এলাকা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে স্মৃতিসৌধ প্রাঙ্গণে জড়ো হন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। এরপরই ফুল হাতে উচ্ছ্বসিত মানুষ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বীরদের প্রতি শ্রদ্ধা জানান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় আরও বাড়তে থাকে। শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আনন্দ-উল্লাসে বিজয়ের অনুভূতি প্রকাশ করতে দেখা যায় অনেককে।

এদিন স্মৃতিসৌধে শিশুদের উপস্থিতি ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো। অনেক শিশুর মুখে ও হাতে আঁকা ছিল লাল-সবুজের জাতীয় পতাকা, কেউ কেউ স্মৃতিসৌধের ছবিও এঁকেছে। শীত উপেক্ষা করে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারাও এসেছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে। তাদের কপালে ও পোশাকে ফুটে ওঠে লাল-সবুজের রঙ, হাতে উড়তে থাকে জাতীয় পতাকা।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যানার-ফেস্টুন নিয়ে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। সবার কণ্ঠে ছিল অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। একই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, ১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে শুধু একটি দিন নয়; এটি বিজয়, স্বাধীনতা ও আত্মমর্যাদার প্রতীক। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অবসান ঘটে এবং অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা। মহান বিজয় দিবস বাঙালি জাতির প্রতিটি প্রজন্মকে দেশপ্রেম, ত্যাগ ও দায়বদ্ধতার চিরন্তন বার্তা স্মরণ করিয়ে দেয়।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!