হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

ময়মনসিংহ-৯: প্রার্থিতা ফিরে পেলেন হাসিনা খান চৌধুরী

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ণ পড়া হয়েছে: ৮০ বার


ময়মনসিংহ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে অংশ নেওয়ার জন্য স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী তার মনোনয়নপত্র পুনরায় ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া শুনানিতে স্থানীয় পর্যায়ে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা প্রার্থী ও তাঁর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শুনানি বিকেল ৫টা পর্যন্ত চলবে।
হাসিনা খান চৌধুরীর মনোনয়নপত্র বাতিলের কারণ ছিল মোট ভোটারের শতকরা এক ভাগ নিয়ে জঠিলতা। আপিল প্রক্রিয়া নির্বাচন কমিশনে ৫ জানুয়ারি থেকে শুরু হয়ে ৯ জানুয়ারি শেষ হয়েছিল।
উল্লেখ্য, হাসিনা খান চৌধুরী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অমৃত আহ্বায়ক এবং ময়মনসিংহ-৯ আসনে তিনবার, পাশের ঈশ্বরগঞ্জ-৮ আসনে একবারের সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরী-এর স্ত্রী।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!