হোম / জাতীয়
জাতীয়

মব সহিংসতা দেশকে অস্থিতিশীল ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ: মির্জা ফখরুল

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ অপরাহ্ণ পড়া হয়েছে: ২০৩ বার
মব সহিংসতা দেশকে অস্থিতিশীল ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ: মির্জা ফখরুল↗
মব সহিংসতা দেশকে অস্থিতিশীল ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ: মির্জা ফখরুল↗

নিউজডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে মব তৈরি করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাগুলো বাংলাদেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের অংশ। তিনি দাবি করেন, এসব সহিংসতার মাধ্যমে দেশে উগ্রবাদ প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে।
বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে যেভাবে সংঘবদ্ধভাবে হামলা ও ভাঙচুর চালানো হচ্ছে, তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি একটি নির্দিষ্ট “ব্লু প্রিন্ট” অনুযায়ী সংঘটিত হচ্ছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার ঘটনায় বিএনপি তীব্র নিন্দা জানায় উল্লেখ করে তিনি বলেন, এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সারাদেশে মব সৃষ্টি করে সহিংস কর্মকাণ্ড চালানো হচ্ছে। বিএনপির দৃষ্টিতে, এসব কর্মকাণ্ড দেশকে অরাজকতার দিকে ঠেলে দেওয়ার সুপরিকল্পিত প্রয়াস।
মির্জা ফখরুল আরও বলেন, “বাংলাদেশে জোর করে চাপিয়ে দিয়ে বা মব সৃষ্টি করে কিছু করা যাবে না। কারণ বাংলাদেশের সংস্কৃতি উদার ও সহনশীল।” তিনি সতর্ক করে বলেন, সহিংসতা ও উগ্রবাদ বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক চেতনার পরিপন্থী।
বিএনপির মহাসচিব দাবি করেন, সাম্প্রতিক এসব সহিংস ঘটনা আসন্ন নির্বাচন ঠেকানোর অপচেষ্টা বলেও দলটি মনে করছে। তিনি অবিলম্বে সহিংসতার প্রকৃত নেপথ্যকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!