নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের সময় দুইদিন কমানো হয়েছে এবং আপিল নিষ্পত্তির সময় দুইদিন বাড়ানো হয়েছে। সংশোধিত তফসিলের প্রজ্ঞাপন শনিবার (২০ ডিসেম্বর) জারি করা হয়।
সংশোধিত সময়সূচি অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৫–৯ জানুয়ারি পর্যন্ত করা যাবে। এর আগে এটি ৫–১১ জানুয়ারি নির্ধারিত ছিল। আপিল নিষ্পত্তি হবে ১০–১৮ জানুয়ারি, যা আগের সময় ১২–১৮ জানুয়ারি থেকে দুই দিন বাড়ানো হয়েছে।
গত ১১ ডিসেম্বর নির্বাচন তফসিল ঘোষণা করা হয়। এর ভিত্তিতে ২৯ ডিসেম্বরের মধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ৫–৯ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি ১০–১৮ জানুয়ারি।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি, পরের দিন ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। নির্বাচনের দিন নির্ধারিত হয়েছে ১২ ফেব্রুয়ারি।
জাতীয় সংসদ নির্বাচন
মনোনয়নপত্র আপিলের সময় দুইদিন কম, নিষ্পত্তি দুইদিন বাড়ালো ইসি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ১৮৪ বার
বিষয়
বিজ্ঞাপন

Leave a Reply