হোম / আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় ২৭ জন আটক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৯১৩ বার
ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় ২৭ জন আটক
ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় ২৭ জন আটক

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে ২৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২২ ডিসেম্বর) ভোররাতে ৫৯ মহানন্দা বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযানের সময় তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন ৮ জন পুরুষ, ১২ জন নারী, ৫ জন শিশু এবং ২ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি। তারা সবাই পাসপোর্ট ও প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে ৫৯ মহানন্দা বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, আটক ব্যক্তিরা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গমন করেছিলেন। পরবর্তীতে কোনো বৈধ ভ্রমণ নথি ছাড়াই বাংলাদেশে পুনরায় প্রবেশের চেষ্টা করলে আন্তর্জাতিক সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।

তিনি আরও বলেন, আটককৃতদের পরিচয়, স্থায়ী ঠিকানা, জাতীয় পরিচয়পত্র ও বাংলাদেশি নাগরিকত্ব যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক যাচাই শেষে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!