হোম / বগুড়া
বগুড়া

ভোলায় আনসার-ভিডিপির ৩ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৬২ বার
ভোলায় আনসার-ভিডিপির ৩ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ
ভোলায় আনসার-ভিডিপির ৩ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

এ কে খান পিভিএম :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) সারাদেশে চলমান মানবিক ও সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে ভোলা জেলায় তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু করেছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের দিকনির্দেশনায় এবং বরিশাল রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোঃ আব্দুস সামাদের উদ্যোগে ৬ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

কর্মসূচির আওতায় আনসার-ভিডিপি সদস্য, তাদের পরিবারবর্গ ও সাধারণ জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হচ্ছে। মেডিকেল ক্যাম্পে চোখের চিকিৎসা, চক্ষু ছানী অপারেশন, দাঁতের চিকিৎসাসহ বিভিন্ন সাধারণ রোগের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিপুল সংখ্যক রোগী এ সেবা গ্রহণ করছেন।

শীতের তীব্রতা বিবেচনায় আনসার-ভিডিপি সদস্য ও শীতার্ত সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। প্রথম দিনেই প্রায় ৫০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

কর্মসূচির উদ্বোধনী দিনে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন এবং শীতবস্ত্র বিতরণ করেন বরিশাল রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা কমান্ড্যান্ট রাসেদ বিন মামুন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুস সামাদ বলেন, আনসার ও ভিডিপি বাহিনী শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, মানবিক দায়িত্ব পালনের মাধ্যমেও দেশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে। এই ধরনের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মন এই উদ্যোগকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচিকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। চিকিৎসা ও শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আনসার-ভিডিপি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!