হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

ভোট পবিত্র আমানত, ইসলামী আদর্শেই প্রকৃত কল্যাণরাষ্ট্র সম্ভব: চরমোনাই পীর

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ণ পড়া হয়েছে: বার


কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ভোটকে ‘পবিত্র আমানত’ হিসেবে উল্লেখ করে ইসলামী আদর্শের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, একজন সচেতন মানুষের দায়িত্ব হলো এই পবিত্র আমানত পবিত্র জায়গায় সংরক্ষণ করা।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ডিএম একাডেমি ফুটবল মাঠে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হারিসুল বারী রনির পক্ষে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুরআন ও সুন্নাহভিত্তিক নীতি ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করতে চায়। এই আদর্শ বাস্তবায়িত হলে সমাজে শান্তি, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। ইসলামী আদর্শভিত্তিক শাসনব্যবস্থায় শাসক ও জনগণের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বিএনপি ও জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দল প্রচলিত গণতান্ত্রিক কাঠামোর মধ্যেই রাষ্ট্র পরিচালনার কথা বলছে। বিপরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি প্রকৃত কল্যাণরাষ্ট্র গড়ে তুলতে চায়, যেখানে ইসলামী আদর্শই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি।
বর্তমানে ইসলাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে উল্লেখ করে চরমোনাই পীর বলেন, ‘ইসলাম’ শব্দ শুনলেই অনেকের মনে ভয় কাজ করে। অথচ ইসলাম মানেই শান্তি। আল্লাহ তায়ালা কখনোই ভয় ছড়ানোর জন্য ইসলাম পাঠাননি। একটি ইসলামবিদ্বেষী চক্র পরিকল্পিতভাবে ইসলামকে বিতর্কিত করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ইসলামের ন্যায়নীতি ও মূল্যবোধের আওতায় মুসলমানদের পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বীরাও নিরাপত্তা ও শান্তি লাভ করতে পারে—যেমনটি একজন মানুষ মায়ের কোলের নিরাপত্তায় অনুভব করে।
শাসক ও জনগণের সম্পর্কের আদর্শ ব্যাখ্যা করতে গিয়ে তিনি হযরত ওমর (রা.)-এর একটি ঐতিহাসিক ঘটনার উল্লেখ করেন। জেরুজালেম বিজয়ের সময় উটের পিঠে আরোহনের পালা ছিল হযরত ওমর (রা.) ও তাঁর গোলামের মধ্যে পালাক্রমে। এক পর্যায়ে দেখা যায়, আমীর হয়েও হযরত ওমর (রা.) নিজে উটের রশি ধরে হাঁটছেন এবং তাঁর গোলাম উটে আরোহন করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ইসলামে মানুষের মর্যাদা পদমর্যাদায় নয়, মানবিকতা ও ন্যায়বোধে নির্ধারিত হয়—এটাই ইসলামের সাম্য ও ন্যায়বিচারের বাস্তব উদাহরণ।
জনসভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রনেতা সুলতান মাহমুদ এবং কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী হারিসুল বারী রনি। এছাড়াও নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!