ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযানে ২৭২ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের সোনাতলি গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের মজিবর রহমানের ছেলে আঃ জলিল (৪৫)-কে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে ২৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নাসের মোঃ কাজী নুরুন্নবী বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে পরিদর্শক আবু নাসের মোঃ কাজী নুরুন্নবী জানান, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না।
অপরাধ
ভূরুঙ্গামারীতে ২৭২ পিস ইয়াবাসহ একজন আটক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৬৪ বার
বিজ্ঞাপন

Leave a Reply