হোম / অপরাধ
অপরাধ

ভূরুঙ্গামারীতে মাদক নির্মূলে করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৫৫৯ বার


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক নির্মূলে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীসহ যুবসমাজ দিন দিন মাদকের দিকে ঝুঁকে পড়ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশেই প্রকাশ্যে মাদক বেচা-কেনা চললেও তা বন্ধে কার্যকর উদ্যোগ না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। মাদক ব্যবসায়ীদের দ্রুত উৎখাত করতে না পারলে সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করা সম্ভব হবে না বলে তারা সতর্ক করেন।
বক্তারা আরও বলেন, মাদক কারবারিদের যারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। পুলিশ মাদক কারবারিদের গ্রেপ্তার করলেও আইনের ফাঁকফোকর দিয়ে তারা দ্রুত জামিনে মুক্ত হয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ে। এ অবস্থার পরিবর্তনে মাদক সংক্রান্ত আইন আরও কঠোর ও যুগোপযোগী করার দাবি জানান তারা।
সভায় সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক লতিফুর রহমান দুলাল। বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নজির হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজাহান আলী, সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমান, পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান, পাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল কাশেম, জামায়াতে ইসলামীর ইউনিয়ন সভাপতি রিয়াজুল হক, ইমাম আফজাল হোসেন, সমাজসেবক শামীম হাসান ও শিক্ষার্থী রকি আহমেদ।
সভা শেষে মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগকারী সংস্থার কার্যকর ভূমিকা এবং সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!