হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে মাটি বোঝাই ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ অপরাহ্ণ পড়া হয়েছে: ৬১৮০ বার
ভূরুঙ্গামারীতে মাটি বোঝাই ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু
ভূরুঙ্গামারীতে মাটি বোঝাই ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাটি বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে পানিতে ডুবে জাকির হোসেন (৩২) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

নিহত জাকির হোসেন উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মোজাম উদ্দিনের ছেলে। তিনি পেশায় ট্রাক্টর চালক ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে ডিপেরহাট–সড়ককাটা সড়কে মাটি বহনকালে ট্রাক্টরটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি পুকুরে উল্টে পড়ে। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে এবং পানিতে ডুবে ঘটনাস্থলেই মারা যান চালক জাকির হোসেন।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে যান। দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভূরুঙ্গামারীতে মাটি বোঝাই ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু
ভূরুঙ্গামারীতে মাটি বোঝাই ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু
বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!