ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভারতীয় রুপি বহনের দায়ে বিজিবির হাতে গ্রেপ্তার হওয়া এক চোরাকারবারিকে নিয়মিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, সোমবার (১৫ ডিসেম্বর) গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ এরশাদুল হক। তিনি জহির উদ্দিনের ছেলে এবং উপজেলার দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের বাসিন্দা। সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবি তাকে ভারতীয় রুপিসহ আটক করে এবং পরে ভূরুঙ্গামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় ভূরুঙ্গামারী থানায় নিয়মিত মামলা নম্বর-৬/২৫, জিআর নম্বর-২৩২/২৫, তারিখ-১৫ ডিসেম্বর ২০২৫ ইং রুজু করা হয়। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি (১) (বি) ধারায় দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ লেনদেন রোধে বিজিবি ও পুলিশের যৌথ নজরদারি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। তিনি এ ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কথাও জানান।

Leave a Reply