হোম / অপরাধ
অপরাধ

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, বন্ধু গুরুতর আহত

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:০০ অপরাহ্ণ পড়া হয়েছে: ৩১৭ বার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি | ২৬ ডিসেম্বর ২০২৫

​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আহমেদ (২৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু মো. জাহাঙ্গীর আলম অপু (৩০) গুরুতর আহত হয়েছেন।

​শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার আন্ধারীঝাড় নামক স্থানে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে।

​নিহত ফারুক আহমেদ উপজেলার দক্ষিণ পাথরডুবি গ্রামের (৯ নং ওয়ার্ড) মো. হারুন অর রশিদের ছেলে। আহত জাহাঙ্গীর আলম অপু ঢাকার কামরাঙ্গীরচর থানার মাদ্রাসা পাড়ার আব্দুল জব্বারের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফারুক আহমেদ ও তার বন্ধু অপু মোটরসাইকেলযোগে (কুড়িগ্রাম হ-১৩-২৭০৩) পাথরডুবি থেকে কুড়িগ্রাম জেলা সদরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা ভূরুঙ্গামারী থানাধীন আন্ধারীঝাড় এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা ভূরুঙ্গামারীগামী ‘পাভেল এক্সপ্রেস’ (ঢাকা মেট্রো ব-১৫-৯৮৪৯) বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

​সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহীরা গুরুতর জখম হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক আহমেদকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত অপুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

​এ বিষয়ে পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে দুর্ঘটনাস্থলে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!