ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাথরবোঝাই ট্রলির ধাক্কায় আফতাব উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙা–শালজোর ঘাটপার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফতাব উদ্দিন শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই নামাপাড়া গ্রামের মৃত নঈমুদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ঘোড়ার গাড়ি চালক ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় আফতাব উদ্দিন আসাদমোড় এলাকা থেকে বাজার করে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পাথরবোঝাই ট্রলি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলেও অতিরিক্ত রক্তক্ষরণ ও গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায় এবং কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহতের আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে। এলাকাবাসী সড়কে দ্রুতগতির ভারী যান চলাচল নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অপরাধ
ভূরুঙ্গামারীতে পাথরবোঝাই ট্রলির ধাক্কায় বৃদ্ধ নিহত
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৮:০৪ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৫১৭ বার
ভূরুঙ্গামারীতে পাথরবোঝাই ট্রলির ধাক্কায় বৃদ্ধ নিহত
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’—কোনো পক্ষে অবস্থান নিতে পারবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা: ইসিমন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানোর সিদ্ধান্ত
55 seconds আগে
ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধের ব্লক তুলে রাস্তা নির্মাণের অভিযোগ, বর্ষার আগেই ধসের আশঙ্কা, আতঙ্কে এলাকাবাসী
9 minutes আগে

Leave a Reply