ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ নজরুল ইসলাম (৫৮)। তিনি ভূরুঙ্গামারী উপজেলার ০৩ নং তিলাই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (২য়) পদে দায়িত্বে ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, আজ রাত আনুমানিক ৯ ঘটিকায় তাকে গ্রেফতার করা হয়। মোঃ নজরুল ইসলাম ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত আঃ গফুর খন্দকার এবং মাতা মৃত জোহরা বেগম।
ভূরুঙ্গামারী থানা সূত্র আরও জানায় যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারের পর তাকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
অপরাধ
ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৬৬৪ বার
বিষয়
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
24 minutes আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
29 minutes আগে

Leave a Reply