হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রোড ম্যাপ নিয়ে জরুরি আলোচনা ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১১:২০ অপরাহ্ণ পড়া হয়েছে: ১২৬ বার


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাচন কমিটির আহ্বানে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের নির্বাচনী রোড ম্যাপ নিয়ে এক জরুরি আলোচনা সভা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ মাগরিব ভূরুঙ্গামারী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এ সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার, ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ বৃদ্ধি এবং নেতাকর্মীদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক কাজী নিজাম উদ্দিন বলেন,
“আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা বলেন,
“নির্বাচনী রোড ম্যাপ বাস্তবায়নে সকল নেতাকর্মীকে দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জনই আমাদের রাজনীতির মূল শক্তি।”
সভায় ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাসেম আলী বলেন,
“দলকে শক্তিশালী করতে হলে প্রতিটি ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।”
সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু বলেন,
“ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়ে জনগণের সমস্যা ও প্রত্যাশা তুলে ধরাই আমাদের প্রধান দায়িত্ব।”
এছাড়াও সভায় বক্তব্য রাখেন কৃষক দলের আহ্বায়ক সুরুজ আলী, আতিকুর রহমান আপেল শিকদার, কামরুজ্জামান মাসুদ মোল্লা এবং ভূরুঙ্গামারী উপজেলা তাঁতী দলের সভাপতি জাহাঙ্গীর আলম লাইজু। বক্তারা সবাই দলীয় ঐক্য বজায় রেখে আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন মামুন ব্যাপারীসহ ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকল নেতাকর্মীর মাঝে খাবার পরিবেশন করা হয়।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!