ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসিপি আরএআইএনএস প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নে উপজেলা কৃষি অফিস এ প্রদর্শনীর মাঠ দিবসের আয়োজন করে। এসএসিপি আরএআইএনএস প্রকল্পের রংপর অঞ্চল রিজিওনাল প্রজেক্ট অফিসার মো: রাশেদুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কুড়িগ্রামের অতিরিক্ত উপপরিচালক তানভীর আহমেদ সরকার বিশেষ অতিথি ছিলেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: আব্দুল জব্বার এতে সভাপতিত্ব করেন।
মাঠ দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, মালচিং পেপারের পদ্ধতি, ফেরোমান ফাঁদ ও হলুদ ফাঁদ ব্যবহার করে চাষাবাদের ওপর গুরুত্বারোপ করা হয়। এতে কম খরচে বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদন করা সম্ভব হয়।
রিজিওনাল প্রজেক্ট অফিসার মো: রাশেদুল ইসলাম বলেন, মালচিং পেপার পদ্ধতির সাহায্যে চাষাবাদ করা হলে জমির আদ্রতা ঠিক থাকে। গাছের জীবনকাল বৃদ্ধি পায়। আগাছা নিড়ানীর খরচ লাগেনা। এছাড়া ফেরোমন ফাঁদ ও হলুদ ফাঁদ ব্যবহার করে পোকা দমন করে বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদন করা যায়। মালচিং পেপারের সাহায্যে সবজি উৎপাদন করা হলে উৎপাদন খরচ কম লাগে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল ইসলাম সহ ওই এলাকার কৃষক-কৃষাণীরা।


Leave a Reply