হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ অপরাহ্ণ পড়া হয়েছে: ২৫২ বার

মনিরুজ্জামান, নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে শিক্ষাবিদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শনিবার (২৭ ডিসেম্বর ) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার  অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলতাফ হোসেন। পবিত্র কুরআন তেলাওয়াত ও হামদ পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন।

তিনি বলেন, “ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে আল-হেরা ইসলামী একাডেমি যেভাবে শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক উৎকর্ষ সাধনে কাজ করে যাচ্ছে, তা প্রশংসনীয়।” তিনি শিক্ষার্থীদের কুরআন-সুন্নাহর আলোকে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সোনাহাট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ‍্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ বাবুল আক্তার। এছাড়াও ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার সহকারি অধ‍্যাপক লতিফুর রহমান দুলাল, বাউশমারি ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সাবেদ আলী। অভিভাবক সদস্যদের মধ্যে সাংবাদিক  মেছবাহুল আলম, বলদিয়া ডিগ্রি কলেজের প্রভাষক শফিকুল ইসলাম তারাসহ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ইসলামী শিক্ষা জাতির নৈতিক ভিত শক্তিশালী করে এবং সমাজে সৎ ও যোগ্য নাগরিক তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অভিভাবক সমাবেশে আল-হেরা ইসলামী একাডেমির পরিচালনা পরিষদের সদস্য মাওলানা মোহাম্মদ  মাহবুবুল আলম তার বক্তব্যে বলেন, “আজকের এই অভিভাবক সমাবেশের মাধ্যমে অভিভাবকদের সুচিন্তিত মতামত, পরামর্শ ও অভিযোগ ভবিষ্যতে প্রতিষ্ঠান পরিচালনা এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, অভিভাবকদের পক্ষ থেকে উঠে আসা  মতামত, পরামর্শ ও দিকনির্দেশনাগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষার মান আরও উন্নত করা হবে।

আলোচনা শেষে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের আনন্দ ও উচ্ছ্বাসে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীরা এ ধরনের আয়োজন শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!