হোম / সারাদেশ
সারাদেশ

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৪৮০৭ বার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়ব আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। সকালে পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা।

পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণিল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ অডিটরিয়ামে “দুর্নীতি প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদৎ হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, জামায়াতের জেলা আমীর আজিজুর রহমান সরকার স্বপন, এনসিপির ভূরুঙ্গামারী প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক শফালী খাতুন এবং এএসআই শামসুজ্জামান।

অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহাদৎ হাসান বলেন, “দুর্নীতি প্রতিরোধ একটি সামাজিক চর্চা। সবাইকে সচেতন হতে হবে এবং শুদ্ধতার চর্চায় অভ্যস্ত হতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব।”

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!