হোম / অপরাধ
অপরাধ

ভুরুঙ্গামারীতে পুলিশের ওপেন হাউজ ডে পালিত

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ অপরাহ্ণ পড়া হয়েছে: ৪৮১ বার
ভূরুঙ্গামারীতে পুলিশের ওপেন হাউজ ডে পালিত



ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
পুলিশ–জনতার পারস্পরিক আস্থা বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, জঙ্গিবাদ, সন্ত্রাস, যৌতুক, ইভটিজিং, কিশোর গ্যাং, সাইবার বুলিং ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) দুপুর ২টা থেকে ভুরুঙ্গামারী থানার আয়োজনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভুরুঙ্গামারী থানার এসআই মিতু এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এস আই রহিম।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী পিপিএম অনুপস্থিত থাকায় তাঁর প্রতিনিধিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন।


সভাপতির স্বাগত বক্তব্য শেষে পুলিশের পক্ষ থেকে উপস্থিত সকলকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ বিষয়ে প্রশ্ন উত্থাপন ও মতামত প্রদানের জন্য অনুরোধ জানানো হয়। এ সময় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে এবং অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে পুলিশের নিরপেক্ষ ও কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য ও প্রশ্ন রাখেন বিএনপির ভুরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক জনাব কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব জনাব শহিদুল ইসলাম আকন্দ, জাতীয় নাগরিক পার্টির উপজেলা আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ, জামায়াতে ইসলামী বাংলাদেশ ভুরুঙ্গামারী উপজেলা শাখার আমির মোঃ আনোয়ার হোসেন এবং সোনাহাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল হোসেন ব্যাপারী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার, আন্ধারীঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ আলী মণ্ডল, চর ভুরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামান বলেন, পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে বলেও আশ্বস্ত করেন উক্ত পুলিশ কর্মকর্তা।”
অনুষ্ঠান

অনুষ্ঠানে উপস্থিত নাগরিকরা পুলিশের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের ওপেন হাউজ ডে আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!