হোম / জাতীয়
জাতীয়

ভুরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি গ্রেফতার

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:১৯ অপরাহ্ণ পড়া হয়েছে: ৩৬৫ বার


নিজস্ব প্রতিবেদকঃ
ভুরুঙ্গামারী থানা কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি এস এম নাহিন (৫৪)। তিনি ভুরুঙ্গামারী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
থানা সূত্রে জানা যায়, গত ২৯ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে ভুরুঙ্গামারী থানা পুলিশের একটি বিশেষ অভিযানে এস এম নাহিনকে গ্রেফতার করা হয়। তিনি মৃত জয়নাল আবেদীনের পুত্র ও মৃত মালেকা বেওয়ার সন্তান। তার বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার ৫নং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কামাত আঙ্গারীয়া গ্রামে।

ভূরুঙ্গামারী থানা পুলিশ সূত্রে জানা যায়,
এস এম নাহিনের বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানায় দায়েরকৃত মামলা নং–১৬, তারিখ ২৫/০৫/২০২৫ খ্রিস্টাব্দ অনুযায়ী সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধিত ২০১৩) এর ৮/৯(৩)/১০/১৩ ধারায় অভিযোগ রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, “ভুরুঙ্গামারীতে কোনোভাবেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। যারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোরতম আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা ও পর্যাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতেই তাকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভুরুঙ্গামারী থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!