সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। সভায় বক্তব্য রাখেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফফিয়া সাবেরীন, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, রাজাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সামচুল আলমসহ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ, বাজার এলাকায় নির্দিষ্ট স্থান ও সময়ে ট্রাকে পণ্য লোড-আনলোড নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের আরও তৎপর হওয়ার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই বেলকুচিতে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখা সম্ভব হবে।
সিরাজগঞ্জ
বেলকুচিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১১:২১ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২৯৯১ বার
বিজ্ঞাপন

Leave a Reply