বেরোবি প্রতিনিধিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রেসক্লাবের ২০২৬ সালের ক্যালেন্ডার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী ক্যালেন্ডারটির মোড়ক উন্মোচন করেন।
ক্যালেন্ডার উন্মোচন অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি সত্য, নৈতিকতা ও দায়িত্ববোধের গুরুত্বপূর্ণ চর্চা। তিনি আশা প্রকাশ করেন, বেরোবি প্রেসক্লাব সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও বিশ্ববিদ্যালয়ের প্রতি তাদের দায়বদ্ধতা বজায় রাখবে।
নতুন বছরের কার্যক্রমের জন্য প্রেসক্লাবকে শুভকামনা জানিয়ে উপাচার্য আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় সহযোগিতা করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ প্রামানিক, সহকারী প্রক্টর আব্দুল্লাহ আল মাহবুব এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক এহতেরামুল হক।
এ সময় বেরোবি প্রেসক্লাবের সভাপতি গাজী আজম হোসেন, সহ-সভাপতি কামরুল হাসান কাব্য, যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত ইসলাম, কোষাধ্যক্ষ সাইফুল্লাহ মাসুম, দপ্তর সম্পাদক সাবিহা আক্তার শ্রাবণীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রংপুর বিভাগ
বেরোবি প্রেসক্লাবের ২০২৬ সালের ক্যালেন্ডার উন্মোচন
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০৭ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৩০৩১ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
2 hours আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
2 hours আগে

Leave a Reply