নীলফামারী প্রতিনিধি,
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া স্মরণে ‘স্মরণ সভা ও মিলাদ মাহফিল’ অনুষ্ঠিত হচ্ছে নীলফামারী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে। তৃণমুলে এই কর্মসুচিতে অংশ নিচ্ছেন ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র ( এ্যাব) আহবায়ক ও নীলফামারী-০২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে কচুকাটা, চওড়া বড়গাছা, লক্ষ্মীচাপ, টুপামারী ও পলাশবাড়ি ইউনিয়নে বেগম জিয়া স্মরণে আলোচনা সভা এবং মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
স্মরণ ও দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, বেগম জিয়া বিশ্বনন্দিত একজন নেত্রী। তিনি শুধু বিএনপি নেতাই নন গোটা বিশ্বের নেত্রী। বাংলাদেশের জন্য তার ত্যাগ, মেধা ও শ্রম মানুষ হৃদয়ে ধারণ করেছে। তার ইন্তেকালে গোটা বিশ্বের মানুষ শোক প্রকাশ করেছে।
জানাযায় মানুষের অংশ গ্রহণ তাকে শ্রদ্ধাভরে বিদায় জানিয়েছে। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থণা করি তিনি যেন জান্নাতবাসী হোন।

Leave a Reply