নিউজ ডেস্কঃ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পাকিস্তান, ভারত, ভূটান ও মালদ্বীপের চারজন মন্ত্রী আগামীকাল বুধবার (১২ ডিসেম্বর) ঢাকায় আসছেন বলে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানিয়েছে। এতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলেও শোক ও সম্মান প্রদর্শনের দৃশ্যপট তৈরি হয়েছে।
পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তা মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে জানান, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসবেন এবং বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পারেন। একইসঙ্গে ভারত ও ভূটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের একজন মন্ত্রীও ঢাকায় এসে মরহুম নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন বলে এসব দেশের ঢাকাস্থ দূতাবাস সূত্র নিশ্চিত করেছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের এই সফর বেগম খালেদা জিয়ার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তাঁর প্রভাবেরই প্রতিফলন। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার পাশাপাশি আঞ্চলিক রাজনীতিতেও তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।
এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার বিষয়ে গেজেট জারি করেছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশীদের স্বাক্ষরিত গেজেটে বলা হয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন এই নেত্রীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত।
গেজেট অনুযায়ী, আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এ সময় দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং বিশেষ দোয়ার আয়োজন করা হবে।
বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশে-বিদেশে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে গভীর শোকের আবহ বিরাজ করছে।
জাতীয়
বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন চার দেশের শীর্ষ মন্ত্রী—কূটনৈতিক অঙ্গনে শোকের ছায়া
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৭৩৫ বার
বিজ্ঞাপন

Leave a Reply