দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ‘লিডার আসছে’ শীর্ষক কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে বীরগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, উপজেলা কৃষক দলের সভাপতি ফজলে আলম শাহিন ও সাধারণ সম্পাদক মো. আলিম উদ্দিন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব, সদস্য সচিব আলহাজ্ব মোকারম হোসেন চৌধুরী পলাশ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল জব্বার, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, মো. শরিফুল ইসলাম শিপলু ও সাজু ইসলাম।
র্যালিতে আরও অংশ নেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ, পৌর ছাত্রদলের আহ্বায়ক সামিউল ইসলাম সবুজসহ বীরগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
কর্মসূচিতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দলীয় ঐক্য ও রাজনৈতিক কর্মসূচির প্রতি তাদের অঙ্গীকার ব্যক্ত করেন।
জাতীয় সংসদ নির্বাচন
বীরগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ‘লিডার আসছে’ কর্মসূচি পালিত
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৭১৮০ বার
বিজ্ঞাপন

Leave a Reply