দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৯ নং সাতোর ইউনিয়নের জিন্দাপীর মেলার পাশের এলাকায় সংঘটিত মোঃ দানিউল ইসলাম হত্যাকাণ্ডের মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে। র্যাবের বিশেষ অভিযানে এই মামলার এক আসামিকে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, ওই হত্যাকাণ্ডে মোট চারজন আসামি জড়িত রয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তারা সবাই দিনাজপুর সদর এলাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং অন্যান্য পলাতক আসামিদের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, এই নির্মম হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত জোরদার করে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বিভিন্ন স্থানে অভিযান চালায়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুত তাদেরও আইনের আওতায় আনা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
অপরাধ
বীরগঞ্জে গলা কেটে হত্যা মামলায় বড় অগ্রগতি, র্যাবের অভিযানে খুলনা থেকে এক আসামি গ্রেপ্তার
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৬:৫২ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৫০ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
48 minutes আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
53 minutes আগে

Leave a Reply