হোম / জাতীয়
জাতীয়

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:২৩ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৬৩১৪ বার

নিজস্ব প্রতিবেদকঃ

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরের প্রথম প্রহরেই এই আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়।

সকাল ৬টা ৩০ মিনিটের দিকে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন প্রথমে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করে মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল ৭টা ১০ মিনিটে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। একই সঙ্গে বিউগলে করুণ সুর বেজে ওঠে, যা স্মৃতিসৌধ প্রাঙ্গণকে আবেগঘন করে তোলে।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এ সময় তিন বাহিনীর প্রধান, উপদেষ্টাবৃন্দ, কূটনীতিক, আহত ও পঙ্গু মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার এবং ঢাকা জেলার জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।

সব আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার গাড়িবহর জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!