নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ বর্তমানে ‘ট্রানজিশনাল প্রসেস’ পার করছে, তবে কিছু ব্যক্তি ও মহল এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ংকর চক্রান্ত করছে।
মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ভয়াবহ ফ্যাসিস্ট শাসন থেকে দেশ বেরিয়ে গেলেও কিছু মহল এখনও এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চক্রান্ত করছে।” তিনি শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন।
ফখরুল আরও বলেন, দেশের বর্তমান সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হয়েছে। তবে আসন্ন নির্বাচনের তারিখ ঘোষণার জন্য তিনি সরকারকে ধন্যবাদ জানান এবং সুষ্ঠু নির্বাচনের জন্য আরও ইতিবাচক ও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
এ সময় বিএনপি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতাদের সঙ্গে সমঝোতার বিষয়ও ঘোষণা করে। চারটি আসন নিয়ে সমঝোতা করা হয়েছে। এ আসনগুলো এবং জমিয়তের প্রার্থীরা হলো—
সিলেট-৫: মাওলানা উবায়দুল্লাহ ফারুক
নীলফামারী-১: মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী
বি–বাড়িয়া-২: মাওলানা জুনায়েদ আল হাবিব
নারায়ণগঞ্জ-৪: মুফতি মনির হোসাইন কাসেমী
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, দেশের কল্যাণ, স্থিতিশীলতা ও জন–আস্থার জায়গা থেকে তারা বিএনপির সঙ্গে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “জাতীয়তাবাদী দলই অন্য দলের চেয়ে বেশি আস্থাভাজন।”
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া ও মাওলানা তাফাজ্জুল হক আজিজ, সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা আবদুল কুদ্দুস তালুকদার, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আবদুল কুদ্দুস কাসেমী, মাওলানা শেখ মুজিবুর রহমান, মাওলানা নাজমুল হাসান কাসেমী এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী উপস্থিত ছিলেন।
জাতীয়
বিএনপি-মির্জা ফখরুল: ট্রানজিশনাল প্রসেস বাধাগ্রস্ত করার চক্রান্ত চলছে, জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে চার আসনে সমঝোতা
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২৩৫০৬ বার
বিজ্ঞাপন

Leave a Reply