হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

বিএনপি’ তাতীদলের চিলমারী ইউনিয়ন কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৬৬ বার

আনোয়ারুল ইসলাম জুয়েল, চিলমারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ জাতীয়তাবাদী তাতী দলের চিলমারী ইউনিয়ন কমিটি গঠনে চিলমারী উপজেলা তাতীদলের সভাপতি ও সাধারন সম্পাদকের বিরুদ্ধে মোটা অংকের অর্থ গ্রহনের অভিযোগ উঠেছে। অভিযোগ কারীগনের মধ্যে বিএনপি তাতীদল, চিলমারী ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মতিয়ার রহমান ও সাধারন সম্পাদক হামিদুল ইসলাম জানান, গত ১৯ ডিসেম্বর/২০২৫ ইং তারিখে চিলমারী ইউনিয়নে তাতীদলের সমাবেশ আহব্বান করা হয়। সে মোতাবেক মতিয়ার ও হামিদুল অক্লান্ত পরিশ্র করে নেতা-কর্মীদেরকে জড়ো করে এবং তাদের সকলেরই জন্য আপ্যায়নের ব্যবস্থাও করেন। এতে তারা ২৫ হাজার টাকা ব্যয় করে হলেও কর্মীদেরকে উপস্থিত করে সমাবেশ সফল ভাবে সম্পন্নকরান। উপজেলা নেতা সিরাজুল ও সুজা সমাবেশ শেষে সভাপতি মতিয়ার ও হামিদুলকে পূনরায় নেতা বানানোর কথা বলে ২৫ হাজার টাকা দাবী করে। দূর্দিনের নেতা হওয়ার পরেও নগদ ২০ হাজার টাকা তারা দু’জনে সংগ্রহ করে উপজেলা তাতীদলের সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারন সম্পাদক সুজা মিয়াকে প্রদান করে। কিন্তু কমিটি না দিয়ে সিরাজুল ও সুজা নেতা-কর্মীদের সাথে তাল-বাহানা শুরু করেন। পরে গত ২২/১২/২০২৫ ইং তারিখে উক্ত চিলমারী ইউনিয়নে অর্থের বিনিময়ে পতিত আওয়ামীলীগের চিহ্নিত সন্ত্রাসী আল আমিন মেম্বারকে তাতীদলের সভাপতি ও ফজলুকে সাধারন সম্পাদক মনোনীত করে গোপনে কমিটি প্রদান করায় স্থানীয় নেতা,-কর্মীরা ক্ষুব্দ হয়ে উঠে। বিষয়টি নিয়ে উক্ত এলাকায় বিএনপি’র কর্মীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। চিলমারী ইউনিয়নের বিএনপি তাতীদলের সাবেক সভাপতি মতিয়ার রহমান ও সাধারন সম্পাদক গত ৪ জানুয়ারী/২০২৬ ইং বিএনপি’র চিলমারী উপজেলা শাখার আহব্বায়ক আব্দুল বারী সরকারের নিকট উপযুক্ত প্রমানাদি সংযুক্ত করে লিখিত অভিযোগ দাখিল করেন। এব্যাপারে আব্দুল বারী সরকার জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে যথাযথ দলীয় ব্যবস্থা গ্রহন করা হবে। প্রতারনার শিকার দুই সাবেক নেতা মতিয়ার ও হামিদুল ইসলাম জানান, আমরা দূর্দিনে আওয়ামীলেগের লোকজনের কাছে নানান হয়রানীর শিকার হয়েছি,আজ টাকার বিনিময়ে তাদেরকেই নেতা করে আমাদের ক্ষতি করছে,আমরা এর বিচার দাবী করছি। এবিষয়ে বিএনপি’র জেলা নেতৃবৃন্দের নিকটেও ভুক্তভোগি নেতা-কর্মীরা অভিযোগ করেছেন বলে জানা গেছে। তারা দলীয় বর্ণচোরা, আওয়ামীলীগের সুবিধা ভোগিদের বিচার দাবী করে অবিলম্বে স্বচ্ছ ভাবে কমিটি গঠনের অনুরোধ জানিয়েছেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!